Call: 01797-504030 / 01757-102960 | Email: bduniqueit@gmail.com

Search Engine Optimization

Professional Search Engine Optimization Course Train Up Unique IT Institute.

Cretive Graphic Design

Best Cretive Graphic Design Course Train Up Unique IT Institute

Cretive Web Design

Unique It Institute is best train up Cretive Web Design

Blogging and Affiliate Marketing

Train up Unique IT Institute

Web design and Development

Best career in web design and Development

Monday, June 1, 2015

Buy Best Laptop Tips

 ল্যাপটপ কিনতে যাচ্ছেন?

laptop-tips
Buy Best Laptop

নতুন ল্যাপটপ কম্পিউটার কেনার কথা ভাবছেন? যাচ্ছেন কিনতে? বাজারে রয়েছে অনেক ল্যাপটপ। এগুলোর মধ্য থেকে হঠাৎ করেই এমন একটি ল্যাপটপ কিনে ফেললেন।  পরে দেখা গেল সেটি আপনার উপযোগী নয়। তাই ল্যাপটপ কিনতে যাওয়ার আগেই পরিকল্পনা সেরে নেওয়া ভালো।
 
প্রয়োজন বুঝে নিন
প্রথমেই চিন্তা করুন, ল্যাপটপ দিয়ে কী করবেন। এটি সঠিকভাবে বের করতে পারলে ল্যাপটপ কেনার কাজটি অনেকটাই সহজ হয়ে যাবে। ল্যাপটপ কম্পিউটার দিয়ে অনেক কাজ করা যেতে পারে, তবে সাধারণভাবে কাজগুলোকে এভাবে ভাগ করা যায়:
অফিস ও পড়াশোনার কাজে—মূলত অফিস ঘরানার সফটওয়্যারের মাধ্যমে লেখালেখি, হিসাব কষা, প্রেজেন্টেশন তৈরি এবং অফিস ও শিক্ষার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করা যায়।
গেম খেলা—সর্বশেষ গেমগুলো খেলা, এর পাশাপাশি অন্য কাজগুলোও করা যায়।
ওয়েব ব্যবহার—ওয়েবসাইট ব্রাউজ করা, ই–মেইল, ভিডিও স্ট্রিমিং ও সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করা যায়।
মিডিয়া প্রোডাকশন—ছবি, অডিও, ভিডিও ক্যাপচার, সম্পাদনা ইত্যাদি কাজ করা।
 
সুবিধা-অসুবিধা জানুন
ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ ব্যবহারে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। তবে এটি কখনোই বলা যায় না, সব কাজের বেলায় ল্যাপটপ ডেস্কটপের বিকল্প হতে পারে। সুবিধার মধ্যে রয়েছে ল্যাপটপ সহজে বহন করা যায়। ডেস্কটপের প্রায় সব কাজই এখানে করা যায় ল্যাপটপে, কম বিদ্যুৎ খরচ ও কম জায়গা লাগে।
ল্যাপটপ ব্যবহারের অন্যতম প্রধান সুবিধা হলো এটি ব্যাটারিতে চলে। তবে সব সময় বহন করা হয় বলে এটি চুরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং দুর্ঘটনায় পড়ে এর ক্ষতি হতে পারে। ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশ চাইলেই পরিবর্তন করা যায় না। ফলে অনেক ক্ষেত্রে ল্যাপটপ হালনাগাদ নাও হতে পারে।
 
এবার আসুন বাজেটে
ল্যাপটপ কেনার জন্য কত টাকা খরচ করবেন, সেটি আগে থেকেই নির্ধারণ করে রাখুন।
 
অপারেটিং সিস্টেম কোনটা
অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের চালক সফটওয়্যার, যার ওপর ভিত্তি করে অন্যান্য আরও প্রোগ্রাম ব্যবহার করা যায়। অপারেটিং সিস্টেমের মধ্যে প্রচলিত হলো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ও ক্রোম। ল্যাপটপ কেনার সময়ই সাধারণত অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। ল্যাপটপ কেনার পর আলাদাভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে। সাধারণ কাজের জন্য এটি অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। তবে ম্যাক ওএস ব্যবহারের জন্য অ্যাপল ম্যাক যন্ত্রের দরকার হবে। লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য বিশেষ কোনো নিয়ম নেই। যেকোনো ধরনের হার্ডওয়্যারেই লিনাক্স ব্যবহার করা যায়। লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ পাওয়া যায়, যেগুলো ডিস্ট্রো নামে পরিচিত। যেমন উবুন্টু, ফেডোরা, রেড হ্যাট ইত্যাদি। গুগল ক্রোম ব্রাউজারের ওপর ভিত্তি করে ক্রোম ওএস তৈরি করা হয়েছে। ওয়েবভিত্তিক কাজগুলো করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
কম্পিউটারে কী ধরনের কাজ করা হবে, তার ওপর ভিত্তি করেও অপারেটিং সিস্টেম নির্বাচন করা যেতে পারে। যেমন: ছবি, অডিও, ভিডিও সম্পাদনার সফটওয়্যার ব্যবহার করার জন্য লিনাক্সের তুলনায় ম্যাক ও উইন্ডোজে সুবিধা বেশি। ওয়েবসাইট তৈরি ও অন্যান্য কারিগরি কাজের জন্য অনেকেই লিনাক্স ও ম্যাক ব্যবহার করে থাকেন। আবার যাঁরা গেম খেলার জন্য কম্পিউটার কিনছেন, তাঁদের জন্য উইন্ডোজই হবে সেরা অপারেটিং সিস্টেম।
 
মডেল নির্বাচন
ল্যাপটপের ধরন, পর্দার আকারসহ অন্যান্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এর মডেল নির্বাচন করতে হবে। সাধরণভাবে এই সময়ের ল্যাপটপগুলো নেটবুক, নোটবুক বা ল্যাপটপ, হাইব্রিড ল্যাপটপ ও ট্যাবলেট, ডেস্কটপের বিকল্প আলট্রাবুক—এই চারটি ভাগে ভাগ করা যায়। কাজের ধরনের ওপর ভিত্তি করে বেছে নিতে হবে নতুন ল্যাপটপটি।
 
বৈশিষ্ট্য যাচাই করে নেওয়া
ল্যাপটপ কেনার আগে এর বৈশিষ্ট্যগুলো যাচাই করে নেওয়া উচিত। বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে দামেও পার্থক্য তৈরি হয়। তবে একই দাম হলেও আলাদা মডেলের ল্যাপটপে আলাদা বৈশিষ্ট্য থাকবে।
প্রসেসর হলো কম্পিউটারের এমন একটি অংশ, যার মাধ্যমে সব ধরনের প্রসেসিং করা হয়। সাম্প্রতিক সময়ের প্রসেসরগুলোর মাধ্যমে কম্পিউটারের কাজগুলো সহজেই করা সম্ভব। ল্যাপটপ কেনার সময় সেলেরন, অ্যাটম, পেন্টিয়াম, সি, ই ইত্যাদি সিরিজের প্রসেসরগুলো এড়িয়ে যাওয়া ভালো।
 
র্যাম ও মেমোরি
কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজগুলো করা হয় র্যাম বা মেমরির ওপর ভিত্তি করে। মেমোরি যত বেশি হবে কম্পিউটার তত দ্রুতগতিতে কাজ করতে পারবে।
গ্রাফিকস প্রসেসর: গ্রাফিকস, অডিও সম্পাদনা, অ্যানিমেশনের মতো কাজগুলো করার জন্য যদি ল্যাপটপ ব্যবহার করা হয়, তবে একটি ভালো মানের গ্রাফিকস প্রসেসর যুক্ত রাখা প্রয়োজন।
হার্ডডিস্ক: কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় তার নাম হার্ডডিস্ক। হার্ডডিস্কের আকার বেশি হলে একই সঙ্গে বেশি তথ্য সংরক্ষণ করা যায়। অধিকাংশ ল্যাপটপেরই হার্ডডিস্ক পরিবর্তন করা যায়, ফলে প্রয়োজন অনুযায়ী নতুন হার্ডডিস্ক সংযোজন করা যাবে। এসএসডি নামের নতুন ধরনের একটি ডিস্ক রয়েছে। সাধারণ মানের হার্ডডিস্কের তুলনায় বেশি গতিসম্পন্ন এই হার্ডডিস্কগুলো সাধারণ হার্ডডিস্কের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে।
 
পর্দার রেজ্যুলেশন
কাজের ধরন অনুযায়ী ল্যাপটপের পর্দা রেজ্যুলেশন নির্বাচন করা উচিত।

সূত্র: উইকিহাউ

Thursday, May 28, 2015

Cretive Web Design

web design
Web Design
Topics : HTML, CSS, PHD to HTML - CSS, Basic PHP, Basic JQuery, Adobe Flash, Dreamweaver

Course Duration: 4 month
Total Number of Class: 40
Per Class Duration: 2 hours
Course fee: 12,000/-

Professional Seo Course

search engine optimization
Professional SEO
Topics : SEO, Keyword Research, On page Optimization, Off page Optimization, Link Building, Social Book Marking, Directory Submission, Forum Posting,  Search Engine Optimization, How to create the blog site, discussion on keyword tools & Blogging.


Course Duration: 2 month
Total Number of Class: 16
Per Class Duration: 2 hours
Course fee: 8,000/-

Creative Graphic Design Course

graphic design
Graphic Design
Adobe Photoshop, Adobe Illustrator, Drawing, Introduction Computer Fundamental, Knowledge of Internet Technology, Web site Psd Design, Web banner Design, Logo Design, etc.

Course Duration: 4 month
Total Number of Class: 36
Per Class Duration: 2 hours
Course fee: 10,000/-

Saturday, May 16, 2015

Tips in a diferent of income strategies

অনলাইনে আয়ের বিভিন্ন কৌশল

ইন্টারনেট ব্যবহার করে অনেকভাবে অর্থ উপার্জন করা যায়। কেউ অন্য কাজের পাশাপাশি ইন্টারনেট থেকে অতিরিক্ত আয় করেন, কেউ একেই পেশা হিসেবে ব্যবহার করেন এবং অন্য পেশার থেকেও বেশি আয় করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকতে পারে—আয়ের বিভিন্ন পথের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য, কিংবা লাভজনক?

এককথায় এর উত্তর দেয়া কঠিন। ওয়েব ডিজাইন করলে বহু টাকা আয় করা যায়, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব নয়। ডাটা এন্ট্রি বা টাইপিং সে তুলনায় সহজ কাজ। আবার কারও কারও পক্ষে সেটাও সম্ভব হয় না বিভিন্ন কারণে। কারও কাছে নিজস্ব ব্লগ তৈরি করা লাভজনক। ব্লগ জনপ্রিয় হলে সেখানে বিজ্ঞাপন রেখে যথেষ্ট পরিমাণ আয় করা যায়। তবে ইন্টারনেটে আয়ের বিভিন্ন পথগুলোর মধ্যে কিছু হলো—

ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজ


যদি বিশেষ কাজে দক্ষতা অর্জন করে সেই কাজ নিয়ে থাকতে চান তাহলে আয়ের সবচেয়ে ভালো পদ্ধতি ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করা। ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং—সব ধরনের প্রচুর কাজ পাওয়ার সুযোগ রয়েছে ইন্টারনেটে। কাজের মজুরি ডলারে, কাজেই স্থানীয় কাজ থেকে তুলনামূলক বেশি। উদাহরণ হিসেবে একটি লোগো ডিজাইন করে পেতে পারেন ১০ থেকে ১০০ ডলার কিংবা আরও বেশি। এক পৃষ্ঠা টাইপ করে পেতে পারেন ২ থেকে ৫ ডলার। বিভিন্ন ওয়েবসাইট এ রকম কাজ পেতে সহায়তা দেয়। ফ্রিল্যান্সার, স্ক্রিপ্টল্যান্স, গুরু, ওডেস্ক এ ধরনের সাইট। তাদের সদস্য হওয়া যায় বিনামূল্যে। তবে কাজ করলে অর্থ প্রদানের সময় তারা সামান্য ফি কেটে নেয়।

সার্চ ইঞ্জিন অপটিমাইজিং


সার্চ ইঞ্জিন অপটিমাইজিং বা এসইও প্রযুক্তি ব্যবহার করে সার্চ রেজাল্টে কোনো ওয়েবসাইটের অগ্রাধিকার ঠিক করা সম্ভব। যেমন—কোনো কোম্পানির শিক্ষাবিষয়ক একটি সাইট আছে। তারা চাচ্ছে, গুগল সার্চের ফলাফলে তাদের সাইটটি শুরুর দিকে থাকুক। এক্ষেত্রে এসইও জানা থাকলে তা করা সম্ভব। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন : en.wikipedia.org/wiki/search-engine-optimization


গ্রাফিক ডিজাইন


যদি গ্রাফিক ডিজাইন জেনে থাকেন তবে এ দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনের বিভিন্ন সাইট থেকে কাজ বাগিয়ে নিতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো, প্যাড, বিজনেস কার্ড, লেটার হেড করতে গ্রাফিক ডিজাইনে জ্ঞান প্রয়োজন। গ্রাফিক ডিজাইনসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে দেখতে পারেন :
http://www.graphicdesign.aboutcom, http://www.graphic-design.com,http://www.graphiccompetitions.com

অ্যাপ্লিকেশন ডেভেলপার


বর্তমান প্রজন্মের কাছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট জনপ্রিয় হচ্ছে। ধরি আপনি একটি সাইট করলেন যেখানে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা যায়। আপনি যদি সাইটটি আপলোড করেন তাহলে অনেকেই এটি ব্যবহার করবে। আপনি ইচ্ছে করলে এর সঙ্গে গুগল অ্যাডসেন্সের মতো বিজ্ঞাপনি সেবাগুলো যোগ করতে পারেন। বেশি ভিজিট বা বেশি ক্লিক মানেই পকেটে অর্থ। ভালো গেমস অ্যাপ্লিকেশন করতে পারলেই ফেসবুক সেটি কিনে নেবে। ফেসবুকে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে ভিজিট করুন http://www.developers.
facebook.com


মাইক্রো-জব


মাইক্রো-জবকে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে তুলনা করতে পারেন। পার্থক্য হচ্ছে, এই কাজগুলো খুব সহজ। সহজ কিছু প্রশ্নের উত্তর দেয়া। কোনো লিস্টে কয়েকটি বিষয়ের মধ্যে নির্দিষ্ট বিষয় সিলেক্ট করা, ছবির সঙ্গে মানানসই নাম দেয়া, কিছু ডাউনলোড করা ইত্যাদি উদাহরণ হিসেবে দেখতে পারেন।

ব্লগিং


গুগলের বিনামূল্যের ব্লগিং ব্যবস্থা ব্লগার ব্যবহার করে যে কোনো বিষয়ে একটি ব্লগ তৈরি করে যথেষ্ট পরিমাণ আয় করা যেতে পারে। ব্লগে ভিজিটর যত বেশি আয়ের সম্ভাবনা তত বেশি। এজন্য শুরুতে একটি বিষয় বেছে নেয়া প্রয়োজন। ইন্টারনেটে খোঁজ করে ব্লগের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পেতে পারেন। বস্তুত বিষয়ের কোনো সীমাবদ্ধতা নেই। যার যে বিষয়ে আগ্রহ তিনি সেই বিষয়ে ব্লগ তৈরি করতে পারেন। এমনকি ছবি ওঠানোর শখ থাকলে ওঠানো ছবিগুলো রেখেই ব্লগ তৈরি করা যায়। ব্লগ তৈরির পর গুগলের এডসেন্সসহ অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কের সদস্য হয়ে ব্লগে বিজ্ঞাপন যোগ করা হয়। বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েশন নিয়ে তাদের লিংক রাখতে হয়। ভিজিটর যখন সেই বিজ্ঞাপন বা লিংকে ক্লিক করবেন তখন ব্লগার টাকা পান। শুধু ক্লিক করার জন্য টাকা, কিছু কিনলে কমিশন, সদস্য হলে কমিশন ইত্যাদি নানাভাবে আয় আসতে থাকে। ব্লগারের মূল কাজ বেশি ভিজিটর আনার ব্যবস্থা করা।

লেখালেখি করে আয়


ইন্টারনেটে ব্লগ বা ওয়েবসাইট রয়েছে বহু কোটি। তাদের প্রত্যেকের পক্ষে সবকিছু নিজেদের পক্ষে লেখা সম্ভব হয় না। সব সময়ই তারা টাকা দিয়ে লেখা সংগ্রহ করেন। কিছু প্রতিষ্ঠিত সাইট রয়েছে, যারা বিভিন্ন পণ্যের রিভিউ লেখার সুযোগ করে দেয় এবং রিভিউপ্রতি ২০ থেকে ৪০ ডলার দেয়। কখনও কখনও সেই লেখা থেকে যা আয় হয়, তার ৪০ থেকে ৫০ ভাগ লেখককে দেয়া হয়। এ ধরনের কাজ পাওয়া তুলনামুলক সহজ। প্রায় সব ওয়েববসাইট যেহেতু ইংরেজিতে সেহেতু লিখে আয় করার জন্য ইংরেজিতে দক্ষতা প্রয়োজন হয়। এটাই মূল যোগ্যতা। এরপর যে বিষয়ে লিখতে হবে, সে বিষয়ে তারা তথ্য দিয়ে সহায়তা করেন অথবা ইন্টারনেট থেকেই তথ্য সংগ্রহ করা যায়।

টেমপ্লেট ডিজাইন


টেমপ্লেট ডিজাইন হলো কোনো ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধাপ। ধরুন, আপনি ভ্রমণসংক্রান্ত একটি ওয়েবসাইট করতে যাচ্ছেন। এক্ষেত্রে বিভিন্ন ছবি ও তথ্য ওয়েবপেজের কোন জায়গায় কতটুকু যাবে, তার একটি প্রাথমিক ডিজাইন এই টেমপ্লেট। তাই আয়ের একটি ভালো পথ হলো টেমপ্লেট ডিজাইন তৈরি। বিভিন্ন টেমপ্লেটের নমুনা দেখতে ভিজিট করুন :
http://www.freewebsite templates.com, http://www.joomladesigns.co.uk.

সার্ভে করে আয়


বিভিন্ন প্রতিষ্ঠান নানা কারণে জনমত জরিপ করে। বর্তমানে ইন্টারনেটের কল্যাণে এ কাজ অনেক সহজ। ফলে যে কেউ ইচ্ছা করলেই এতে অংশ নিয়ে টাকা আয় করতে পারেন। কাজটি তুলনামূলক সহজ। তারা নির্দিষ্ট কিছু প্রশ্ন দিয়ে দেন, সেগুলোর ভিত্তিতে উত্তর সংগ্রহ করতে হয়।
সমস্যা হচ্ছে, সব দেশে সমানভাবে এই কাজ পাওয়া যায় না। অনেকে নির্দিষ্ট করে বলে দিতে পারেন ইউরোপ-আমেরিকার কথা, কিংবা বিপরীতভাবে বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় এমন কথা।



নতুন কিছু


ফ্ল্যাশ তৈরি, প্রোডাক্ট রিভিউ, ব্লগ তৈরি, প্রজেক্ট টেস্টার অর্থ উপার্জনের আরও কয়েকটি পথ। তবে টেকনিক্যাল জ্ঞান না থাকলে নেটে প্রচুর টিউটোরিয়াল রয়েছে যেখানে বেশ কিছু কাজের গোছানো বর্ণনা রয়েছে। এখান থেকে আপনি কাজগুলো শিখে নিতে পারেন।

আপনি যদি নিজের সৃজনশীলতাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি সহজেই বিপুল পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন প্রফেশনাল কোর্স করায়।
সহজে আয় কতটা সহজ?

সহজে আয় বলতে মূলত ক্লিক করে আয় বুঝায়। পিটিসি বা পেইড টু ক্লিক হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন নেটওয়ার্ক। সেখানে আকর্ষণীয় বিজ্ঞাপন দেয়া হয়। আপনি যেহেতু সেই বিজ্ঞাপন দেখবেন, সেহেতু টাকা পাবেন। প্রতি বিজ্ঞাপনের জন্য ১ বা ২ সেন্ট থেকে শুরু করে .১ সেন্ট পর্যন্ত। তবে অর্থের পরিমাণ একেবারেই কম।

অনেক পিটিসি সাইট ক্লিক করে আয়ের সঙ্গে নানা ধরনের পদ্ধতিতে আয়ের সুযোগ দেয়। যেমন ইমেইল সদস্য হলে আপনার কাছে ইমেইল আসবে, সেগুলো পড়বেন বলে আপনি অর্থ পাবেন (এগুলোও বিজ্ঞাপন)। অন্যদের সদস্য করলে তারা যে আয় করবেন তার অংশ পাওয়া যায়।

এ ধরনের আয় সম্পর্কে কিছুটা সাবধান থাকা ভালো। এভাবে আয়ের পরিমাণ অত্যন্ত কম। কাজ সহজ বলে অনেক কোম্পানি বেশি টাকার লোভ দেখিয়ে কাজ করায় (যেমন প্রতি ক্লিকে ১ ডলার বা ১০ ডলার), বাস্তবে কোনো বিজ্ঞাপনদাতা এত টাকার বিজ্ঞাপন দেন না। ফল হিসেবে আপনার নামে টাকা জমা হওয়ার পর যখন টাকা চাইবেন তখন সেই কোম্পানি আর যোগাযোগ করবে না।

আরেকটি সমস্যা হচ্ছে, অনেক কোম্পানি সদস্য হওয়ার জন্য টাকা দিতে বলে। এভাবে বহুজনের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায়। বাংলাদেশেও ডোল্যান্সারসহ সম্প্রতি এ রকম কয়েকটি কোম্পানি কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। কোনো পিটিসি সাইটের সদস্য হওয়ার আগে তাদের সম্পর্কে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া ভালো। এই প্রধান পথগুলোর বাইরে ইন্টারনেট থেকে আয়ের আরও অসংখ্য পথ রয়েছে। নিয়মিত কিছুদিন ইন্টারনেটে সার্চ করে তাদের বর্ণনা পড়ে নিজের পছন্দের পদ্ধতি খুঁজে নিতে পারেন।

collected by : tuner page by niloy_bs

Wednesday, May 13, 2015

Search Engine Optimization Course (SEO)



সম্পূণ ফ্রী র্সাচ ইঞ্জিন অফটিমাইজেশন র্কোস


বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় আউটসোর্সিং কোস এসইও দুই মাস মেয়াদে আগামী ১৫/০৫/২০১৫ইং তারিখ হতে শুরু হতে যাচ্ছে ইউনিক আইটি ইনষ্টিটিউট এ। এখানে সর্ম্পণ হাতে কলমে দক্ষ শিক্ষক দ্বারা এ কোস প্রদান করা হবে।
আসন সংখ্যা সীমিত : আর অল্প সংখ্যক সিট খালি রয়েছে, যারা কোর্সে অংশগ্রহন করতে ইচ্ছুক তারা অতিদ্রুত যোগাযোগ করুণ:

ইউনিক আইটি ইনষ্টিটিউট
শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা, মেইনরোডের উত্তর পার্শ্বে, ২য় তলা
শাহরাস্তি, চাঁদপুর। ০১৭৯৭৫০৪০৩০, ০১৭৫৭১০২৯৬২

কোর্সের মেয়াদ : ২ মাস (১৬টি ক্লাস)
প্রতি শুক্র ও শনিবার – ১১.০০ টায়

কোর্সের বিষয় সমূহ :

>> What is SEO and What is Search Engine, 
>> How search Engines Works,
>> Objectives of SEO,
>> On Page and Off Page SEO, Advanced
>> Technical Terms Of SEO,
>> Basic Steps of Link Building,
>> Article Writing Step,
>> Spinner Chief,
>> URL collection step,
>> Posting Step,
>> Proof Submission Step,
>> Forum Posting,
>> Article Submission,
>> Answers Posting,
>> Comments Posting,
>> Search Engine Indexing,
>> Google Indexing,
>> Bookmarking,
>> Pinging,
>> RSS submission,
>> Directory Submission,
>> Link Exchange,
>> You Tube Link Building,
>> Link Wheel or Web 2 0
>> Google Map Marketing,
>> Craigslist,
>> Press Release,
>> Social Media Submission,
>> Business Network Submission,
>> SEO Tools,
>> Keyword Research,
>> Google Panda,
>> Google Sandbox,
>> Google ranking factor,
>> White Hat SEO vs Black Hat SEO,
>> Leads Generation,
>> Advartising Steps,
>> Steps of SEO,
>> SEO Monitoring Tools,
>> Facebook Like,
>> Email Marketing & Mailchimp,
>> SEM vs SEO,
>> Virtual Assistant,
>> Google Advance Search,
>> Google Advance Search   2,
>> Internet Marketing,
>> Market Research,
>> Marketing Promotion,
>> Marketing Strategy,
>> How To identify Leads,
>> How to Motivate Leads,
>> Simple Data Entry Job,
>> Chapcha Entry,
>> Sign Up Job,
>> Form Fill Up Job,
>> Data Collection,
>> BPO data Entry,
>> Data Mining,
>> Data Scraping,
>> Data Processing,
>> Data Research,
>> Data Entry For Ecommerce Job,
>> Magento,
>> HTML,
>> CRM Software,
>> ERP Software,


Wednesday, April 29, 2015

Free Search Engine Optimization Training


free-seo-training
ফ্রী এসইও কোর্স

সবার জন্য ফ্রিল্যান্সিং নিশ্চিত করবো আমরাএই স্লোগান নিয়ে Unique IT Institute শুরু করতে যাচ্ছে Search Engine Optimization (SEO) ব্যাচটি, আগামী ১৫//২০১৫ তারিখ শুরু হচ্ছে। প্রাথমিক অবস্থায় আমরা মোট ১০ জন নিয়ে শুরু করছি। অনেকেই এরই মধ্যে নিবন্ধন রার জন্য যোগাযোগ করতেছে। যারা এখনও আপনার আসনটি নিশ্চিত করতে পারেননি তাদের সবাই কে অতি দ্রুত আপনার আসনটি নিশ্চিত করার জন্য আহব্বান করা যাচ্ছে আপনিও নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলুন
==============================================

ব্যাচ শুরু হবে (১৫//২০১৫)
১ম ব্যাচশুক্রবার ১১-১২.৩০ শনিবার -১০.৩০১২.৩০
২য় ব্যাচশুক্রবার .৩০-.৩০ শনিবার .০০- .০০
  রেজিষ্ট্রেশন ফীঃ ১০০০/- টাকা
এই দুইটি সময়ে আমাদের দুইটি ব্যাচ চালু করতে যাচ্ছে। আমরা এই বার কোন প্রকার কোর্স ফী ছাড়াই শুধু মাত্র রেজিষ্ট্রেশন ফী দিয়েই সবাই এই কোর্স গুলো করতে পারবে।
অনলাইনে রেজিষ্ট্রেশন লিঙ্ক: https://docs.google.com/forms/d/1DZaE6pHvLq2LrX3185okaYACj2LOdKq0YpvCJL7etkM/viewform?usp=send_form

Unique It Institute
       অফিস
মাওলানা নূরুল হক কমপ্লেক্স (২য় তলা্) মেইন রোডের উত্তর পাশে দোঙ্গাভাঙ্গা, শাহারাস্তি, চাঁদপুর।
মোবাইলঃ 01797-504030/01683-886991

Monday, March 9, 2015

Free IT Scholarships For Ten Course | Unique It Institute


free-scholarships
Unique IT Institute Free Scholarships

শাহরাস্তির অন্যতম বৃহৎ আইটি ফার্ম Unique IT Institute তে ইন্টার্ন এর সুযোগ এবং পাশাপাশি Unique IT Institute দেওয়া হচ্ছে বৃহৎ স্কলারশিপ। Unique IT Institute এর এই ইন্টার্নশিপের আওতা ভুক্তরা Unique IT Institute এর প্রায় ৫০,০০০ টাকা মূল্যের কোর্স সম্পুর্ন ফ্রীতে করার সুযোগ পাবেন। ছয় মাস ব্যাপি চলবে বৃহৎ এই ইন্টার্ন স্কলারশিপ প্রোগ্রাম। এতে অংশগ্রহন করতে প্রত্যেক্যে Unique IT Institute এর অফিসে অবস্থান করতে হবে সপ্তাহে দিন, ঘন্টা। সকল ইন্টার্নদের জন্য সপ্তাহে দুদিন শুক্রুবার এবং শনিবার ছুটি থাকবে।
উক্ত ঘন্টার . ঘন্টা Unique IT Institute কর্তিক ট্রেনিং প্রদান করা হবে এবং বাকি . ঘন্টা Unique IT Institute ইন্টার্ন হিসাবে কাজ করতে হবে। উক্ত ছয় মাসে ইন্টার্নিতে অংশগ্রহন করা প্রত্যেকে Unique IT Institute দশটি কোর্স সম্পুর্ন ফ্রিতে করার সুযোগ পাবে। সফল ভাবে ছয় মাসের ইন্টার্নি শেষ করলে Unique IT Institute কর্তিক দশটি কোর্সের উপর সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি ইন্টার্নে যারা ভাল করবেন তাদের Unique IT Institute তে চাকুরিতে জয়েন করার সুযোগ দেওয়া হবে।
প্রত্যেক অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই ফেসবুক, অনলাইন, কম্পিউটার এবং টাইপিং সম্পর্কে ধারনা থাকতে হবে। বাংলায় (অভ্র) টাইপিং স্পিড ভাল এবং Unique IT Institute এর ছাত্রদের অগ্রধিকার দেওয়া হবে। নির্দিস্ট আসনে মাসের জন্য সম্পুর্ন ফ্রীতে ১০ টি কোর্সে স্কলারশিপ দেওয়া হবে এবং এই বিশেষ স্কলারশিপের আওতায় নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট Unique IT Institute এর অধীনে নির্দিস্ট ১০টি কোর্স সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে।

জয়েন করতে সরাসরি অফিসে থেকে নির্দিস্ট ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফিলাপ করে জমা দিতে হবে। ফর্ম সংগ্রহের সময় প্রত্যেককে তার ভোটার আইডি কার্ডের ফটো কপি, বায়ো ডাটা, সার্টিফিকেট প্রদান করতে হবে। ফর্ম সংগ্রহের পর পরিক্ষার তারিখ জানানো হবে

free-outsourcing-course
Unique It Institute Picture
বিশেষ দ্রস্টব্যঃ
নির্দিস্ট পরিক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
ছয় মাসের মধ্যে ইন্টার্নি থেকে বের হতে পারবেনা।
সপ্তাহে দিন, ঘন্টা সময় ইনষ্টিটিউট এ অবস্থান করতে হবে।
বাংলায় (অভ্র) টাইপিং স্পিড ভাল হলে অগ্রধিকার দেওয়া হবে।
• Unique IT Institute
এর ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্তিপক্ষ চাইলে যে কেউকে ছয় মাসের পুর্বে অপসারন করতে পারবে।
চাকুরিতে নেওয়ার ক্ষেত্রে Unique IT Institute এর সিদ্ধান্তই মূল বলে গন্য হবে।
প্রতিদিনের . ঘন্টা ট্রেনিং ক্লাসে সবাইকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
ছয় মাস পুর্ন হলে অথবা তার পুর্বেই Unique IT Institute -তে চাকুরিতে জয়েন করার সুযোগ থাকবে।
সফল ভাবে ছয় মাসের ইন্টার্নি শেষ করলে সবাইকে দশটি কোর্সের উপর সার্টিফিকেট প্রদান করা হবে।
        আরও বিস্তারিত তথ্যের সরাসরি অফিসে ভিজিটে এসে কথা বলতে পারেনঃ Unique IT Institute  শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা, মেইন রোডের উত্তর পাশ্বে (২য় তলা)শাহরাস্তি, চাঁদপুর   এছাড়াও যে কোন তথ্যের জন্য আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেনঃ ০১৭৯৭ ৫০ ৪০ ৩০, ০১৬৮৩ ৮৮৬ ৯৯১, ০১৭৫৭ ১০২ ৯৬২,